ভূমি বিষয়ক যে কোন আবেদনের প্রেক্ষিতে সেবা প্রদান করা হয়ে থাকে। যেমনঃ
০১। নামজারীঃ
ক) নির্দিষ্ট ফরমে আবেদন করতে হয়।
খ) আবেদন প্রাপ্তির ১৫/২০ দিন পর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা প্রতিবেদন দিবেন।
গ) প্রতিবেদন মোতাবেক কানুনগো রেকর্ডপত্র পর্যালোচনা করবেন।
ঘ) সবশেষে সহকারী কমিশনার (ভূমি) নামজারী নিস্পত্তি করবেন।
০২। অর্পিত সম্পত্তি লীজ নবায়নঃ
ক) প্রতি বাংলা সনে লীজ গ্রহিতা আবেদন করবেন।
খ) আবেদনের প্রেক্ষিতে সহকারী কমিশনার (ভূমি) উক্ত আবেদন যাচাই করে লীজ নবায়নের আদেশ
দিবেন।
০৩। হাট- বাজারের চান্দিনা ভিটি একসনা বন্দোবস্তঃ
ক) প্রতি বাংলা সনে লীজ গ্রহিতা আবেদন করেবে।
খ) আবেদনের প্রেক্ষিতে সহকারী কমিশনার (ভূমি) উক্ত আবেদন যাচাই করে লীজ নবায়নের আদেশ
দিবেন।
০৪। খাস জমি বন্দোবস্তঃ
ক) প্রতি বছর ভূমি হীনদের মধ্যে খাস জমি বন্দোবস্ত প্রদান করা হয়। তবে বর্তমানে অত্র উপজেলায়
কোন খাস জমি না থাকায় বন্দোবস্ত কার্যক্রম স্থগিত আছে।
০৫। খাস পুকুর / জলাশয় ইজারা প্রদানঃ প্রতি তিন বছর মেয়াদে দরপত্র আহ্বানের মাধ্যমে খাস পুকুর / জলাশয়
ইজারা প্রদান করা হয়ে থাকে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS