আগৈলঝাড়া সদর বাকাল ইউনিয়নের পর্যটক স্থান পয়সার হাট পদ্মা নদী।এই নদীর দু-পাড় ঘেষে রয়েছে দুইটি রাস্তা ও মাঝখানে রয়েছে পদ্মা নদীর জলের উথাল-পাথাল ঢেউ। যা পলকেই মন কেরে নেয় হাজার হাজার মানুষের। এ এক অপূর্ব সৃষ্টি বিধাতার, প্রকৃতির এমন নয়ন অভিমার দৃস্য একবার উপভোগ করতে না পারলে হমে হয়া কি যেন অপূর্ন রয়ে গেছে। আর যার একবার মন কেরেছ সে বার বার ছুটে আসে এই উদাস হাওয়ায় মন ভাসাতে।
রয়েছে এই নদীর উপর দিয়ে এটি ব্রীজ। যর উপর হাজার হাজার মানুষের ঢল পরে পরন্ত বিকেলে। ফুর ফুরে মিষ্টি হাওয়া ভুলিয়ে দিবে আপনার সব দুঃখ্য, কষ্ট, বেদনা। এ এক আপূর্ব অনুভূতি।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS